মার্নবাজার অনলাইন শপিং !!!
মার্নবাজার বাংলাদেশের অনলাইন গ্রোসারী সার্ভিস গুলোর মধ্যে অন্যতম। ২০২০ সালে এই করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে,গ্রাহকদের সঠিক নিরাপত্তা প্রদান করে,নিরাপদ গ্রোসারী সেবা প্রদানের লক্ষে মার্নবাজারের সূচনা হয়। সেই শুরু থেকে আজ পর্যন্ত আমরা ছিলাম, আছি এবং থাকবো গ্রাহকদের নিরাপদ সেবার লক্ষ্যে। শুরু থেকেই মার্নবাজার গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছি এবং থাকবো । আমাদের সংগ্রহে রয়েছে ৬০০০ এর বেশি দেশি বিদেশি গ্রোসারি পণ্য। আমরা ২৪ ঘন্টা গ্রাহক সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে নিজস্ব ডেলিভারি ব্যবস্থা, আর তাই আমরা সঠিক সময়ে পণ্য আপনার গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। আর তাই আপনার গ্রোসারী বাজারের দায়িত্বটা নির্দ্বিধায় মার্নবাজারকে অর্পণ করতে পারেন। গ্রাহক সন্তুষ্টিই মার্নবাজারের প্রধান লক্ষ্য।